আজকের বার্তা
আজকের বার্তা

মঞ্চে ভক্তের পা ছুঁলেন ঋত্বিক


আজকের বার্তা | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২ ১:১৫ অপরাহ্ণ মঞ্চে ভক্তের পা ছুঁলেন ঋত্বিক
Spread the love

বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন ব্যক্তিত্বের জন্য দারুণ প্রশংসিত। তার অমায়িক ব্যবহারে সবসময়ই মুগ্ধ হন ভক্তরা। সম্প্রতি একটি ফিটনেস ইভেন্টে উপস্থিত হয়ে তিনি আবারো সবাইকে মুগ্ধ করলেন, পেলেন ভালোবাসা।

শনিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত মুম্বাইয়ের ওই ইভেন্টটিতে ঋত্বিকের কাছ থেকে উপহার নেওয়ার জন্য একজন ভক্তকে মঞ্চে ডাকা হয়। প্রিয় অভিনেতাকে সামনে পেয়ে ওই ভক্ত ঋত্বিকের পা ছুঁয়ে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে এই তারকাও ভক্তের পা ছুঁয়েছেন। সে সময়কার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিরহংকারী এই অভিনেতার এমন ব্যবহার দেখে নেটিজেনরা প্রশংসার ফুলঝুরিতে ভরিয়েছেন। এক অনুরাগী ভিডিওতে মন্তব্য করেন, ঋত্বিক রোশন আপনি খুব মিষ্টি। এছাড়া অনেকে তাকে ‘খুব ভালো সুপারস্টার’ এবং ‘সবচেয়ে নম্র সুপারস্টার’ বলে অভিহিত করেছেন।