হেফাজতের তান্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১১ জন গ্রেফতার
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের কর্মী-সমর্থকদের ২৬, ২৭ ও ২৮ মার্চ শহরজুড়ে ব্যাপক তা-ব চালানো ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৫৫ মামলায় ৩১০ জনকে গ্রেফতার করা হল। গতকাল বুধবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। এনিয়ে তা-বের ঘটনায় মোট ৩২৮ জন গ্রেফতার হয়েছে। এদিন সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মী কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের তা-বের ঘটনায় জড়িত আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। এনিয়ে এসব ঘটনায় মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তা-বের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি। ৫৫টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। পুলিশ শনিবার রাত পর্যন্ত মামলার ৩১০ জন আসামিকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ আসামিদের ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদের গ্রেফতার করা হয়েছে।