আজকের বার্তা
আজকের বার্তা

চাঁদা না পেয়ে মাছ ছিনিয়ে নিলেন নেতা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ চাঁদা না পেয়ে মাছ ছিনিয়ে নিলেন নেতা
Spread the love
বার্তা ডেস্ক ॥
লালমনিরহাটের হাতীবান্ধায় চাঁদার টাকা না পেয়ে জেলেদের মাছ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে মতিয়ার রহমান (৪৮) নামের এক ইউপি সদস্য মারধরের শিকার হন। আহত ইউপি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী জেলে রহমত আলী ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়াসহ দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জিয়াউর রহমান উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকার বাসিন্দা। তিনি দোয়ানী ইউনিট ছাত্রলীগের সাবেক সভাপতি। আহত মতিয়ার রহমান গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সদস্য।