ভারত ছাড়াও অন্য দেশ থেকে টিকা আনার উদ্যোগ গ্রহণ : তথ্যমন্ত্রী
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। এসময় মন্ত্রী বিভিন্ন প্রচার মাধ্যমে টিকার সংশয় নিয়ে যা প্রচার করা হচ্ছে বাস্তবে তা ঠিক নয় বলেও জানান। তিনি সাংবাদিকদের বলেন, গুজব প্রতিরোধে আপনারা সবসময়েই সচেষ্ট ছিলেন, এখনো নানা ধরণের গুজব রটনার অপচেষ্টার বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকার অনুরোধ জানাই।