আজকের বার্তা
আজকের বার্তা

তীব্র খরা থেকে রক্ষায় খোলা মাঠে নফল নামাজ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ১:০৪ অপরাহ্ণ তীব্র খরা থেকে রক্ষায় খোলা মাঠে নফল নামাজ
Spread the love
বার্তা ডেস্ক ॥
কুষ্টিয়ার কুমারখালীতে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর মাঠে দুই রাকাত ইসতেস্কার নামাজ আদায় করা হয়। বিশেষ এই নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন। গত ৮ মাস বৃষ্টি না হওয়ায় কুমারখালী উপজেলা এলাকার মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নদী ও খালের পানি তলানিতে ঠেকেছে। নলকূপে পানি উঠছে সামান্য। পানির জন্য অনেক চারদিকে হাহাকার পড়ে গেছে । নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী। ইদ্রিস আলী বলেন, বড় ধরণের সংকট থেকে মুক্তি পেতে ইস্তেকাখার নামাজ পড়ার বিধান রয়েছে। এই নফল নামাজের মাধ্যমে মহান আল্লাহতালার কাছে সাহায্য প্রর্থণা করা হয়। গত ৮ মাস ধরে এলাকায় বৃষ্টি হয় না। এতে জনজীবনে নানা সংকট দেখা দিয়েছে। এলাকায় গাছপালা শুকিয়ে মারা যাচ্ছে। ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। এ অনাবৃষ্টি ও তীব্র খরা থেকে বাঁচতে হলে বৃষ্টি দরকার। এ কারণে এলাকার মানুষ সম্মিলিত ভাবে ইস্তেখারা নামাজ আদায় করেছে।