আজকের বার্তা
আজকের বার্তা

সুপার লিগ কোন ‘খেলাই নয়’: গার্দিওলা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ সুপার লিগ কোন ‘খেলাই নয়’: গার্দিওলা
Spread the love
বার্তা ডেস্ক ॥
ফুটবল বিশ্বের ঝড় তুলেছে সুপার লিগ। এলিট ক্লাবগুলোর এই টুর্নামেন্ট নিয়ে সমর্থকরা দ্বিধাবিভক্ত। বরং পক্ষের চেয়ে এর বিপক্ষেই অবস্থান বেশি। এমনকি সাবেক ফুটবলার এবং কোচদের অনেকেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সুপার লিগ নিয়ে লিভারপুল, ম্যানচেস্টার সিটির সমর্থকরা তো রীতিমত আন্দোলন করছেন। ফিফা ও উয়েফাও হুমকি দিয়ে যাচ্ছে অংশগ্রহণে রাজি ক্লাবগুলোর খেলোয়াড়দের আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করার কথা বলে। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের যে কয়টি দল অংশ নিতে যাচ্ছে তাদের থামাতে আসরে নামছেন খোদ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। মুখ খুলেছেন সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড ব্যাকহামও। একই ইস্যুতে মুখ খুলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, সুপার লিগ কোনো ‘খেলাই নয়’। এর কারণ এখানে সফলতা আগে থেকেই নির্ধারিত থাকবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা কোনো খেলাই নয় যখন পরিশ্রম ও পুরস্কারের মধ্যে কোনো সম্পর্ক না থাকে। এটা কোনো খেলা নয়, যখন সাফল্য আগে থেকেই নিশ্চিত থাকে। এটা কোনো খেলাই নয়, যখন হেরে যাওয়াও কোনো ব্যাপার নয়।’ গার্দিওলার এমন মন্তব্যের পেছনে একটা অকাট্য যুক্তিও আছে। সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্যদের জন্য প্রতি বছর অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফলে বাছাইপর্বের অনিশ্চয়তা এবং আয় নিয়ে কোনো ঝুঁকি নেই। এজন্যই গার্দিওলা বলেন, ‘কোনো একটা দল লড়াই করতেই থাকলো এবং শীর্ষে পৌছালো, কিন্তু কোয়ালিফাই করতে পারল না, কারণ মাত্র কয়েকটি ক্লাবের জন্য সাফল্য নির্ধারিত। এটা মোটেই ঠিক নয়।’ নতুন এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ১৫টি দল সরাসরি এতে অংশ নিতে পারবে। কিন্তু বাকিদের বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। এই বিষয়টাই মানতে পারছেন না সাবেক বার্সা কোচ গার্দিওলা, ‘মানুষ বলছে ৫টা ক্লাব সেখানে যেতে পারবে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, কিন্তু যদি বাকি ১৫টি দল এক মৌসুম খারাপ খেলেও সেখানে সুযোগ পেয়ে যায়, তাহলে কি হবে? এটাকে খেলা বলা যায় না।’