Agaminews
Agaminews Banner

মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, সবাইকে সচেতন থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, সবাইকে সচেতন থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

ওমিক্রনে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধনকালে এই নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী ডিসিদের বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন। শুদ্ধাচার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে।

ডিসি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। পরে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর প্রধানমন্ত্রী তার ভাষণ দেন।

এবার ডিসি সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।