আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে তার ছেলে ওবায়দুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ডিবি পুলিশের পরিচয়ে আমার বাবা মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের জানান, বাসাবো থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।