আজকের বার্তা
আজকের বার্তা

ব্রিটিশ আমলের সিমানা পিলার ও বোমা তৈরির গান পাউডার উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ ব্রিটিশ আমলের সিমানা পিলার ও বোমা তৈরির গান পাউডার উদ্ধার
Spread the love
বার্তা ডেস্ক ॥
নড়াইলের কালিয়ায় ব্রিটিশ আমলের সিমানা পিলার ও বোমা তৈরীর বিপুল পরিমান গান পাউডার উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১.৩০ দিকে সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে ওই সকল বস্তু উদ্ধার করেন কালিয়া থানা পুলিশের একটি দল। নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলেআশরাফুল দীর্ঘ দিন যাবৎ অবৈধ সীমানা পিলার তৈরী ও বিক্রির সাথে জড়িত। অভিযানে আমরা তার বাড়ি হতে বোমা তৈরীর গান পাউডার সদৃশ্য বস্তু এবং ব্রিটিশ আমলের একটি সিমানা পিলার উদ্ধার করি। তবে আসামী আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। সিমানা পিলারের গায়ে ব্রিটিশ আমলের সীলমারা লেখা রয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন, এর আগেও আশরাফুলের নামে কালিয়া থানায় ৫টি মামলা চলমান রয়েছে। নতুন করে বিশেষ ক্ষমতায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।