আজকের বার্তা
আজকের বার্তা

মেহেন্দিগঞ্জে করোনার চেয়েও ভয়াবহ ডায়রিয়া ॥ রোগীর ঠাই মিলছেনা হাসপাতালের মেঝেতে।


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ মেহেন্দিগঞ্জে করোনার চেয়েও ভয়াবহ ডায়রিয়া ॥ রোগীর ঠাই মিলছেনা হাসপাতালের মেঝেতে।
মনির দেওয়ান,মেহেন্দিগঞ্জ ॥
চারদিকে নদী বেস্টিত সারে চার লক্ষাধীক মানুষের চিকিৎসা সেবার  একমাত্র বাতীঘর মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কম্প্লেক্স। দৈনিক শতশত ডায়রিয়া ও কলেরা রোগী হাসপাতালে সেবানিতে আসলেও ভর্তি হতে পারছেনা। মেজেতেও তিল পরিমান ঠাইনেই। হাসপাতাল ইমার্জেন্সি বিভাগ সুত্রে জানাযায় গত চারদিনে দুইশত ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। রোগীদের অভিযোগ,ডায়রিয়ার রোগীদের  হাসপাতালে বহির বিভাগে ডাক্তার দেখালেই ৫/৭ আইটেম টেস্ট ধরিয়ে দেন তাদের নির্ধারিত ডায়াগনিন্টিকে। করোনা কালিন সময়ে ডাক্তারা  কোয়ারেন্টাইন শিপ্টে থাকা ডাক্তার সংকটে পরে সেবানিতে আসা রোগীরা।কোন অদৃশ্য শক্তিতে ভাল ডাক্তাররা বেশীদিন ঠাই পাচ্ছেনা মেহেন্দিগঞ্জ স্বাস্থ্যকম্েপ্লক্সে।হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা জানায় গত সপ্তাহে তার শিশু কন্যার ডায়রিয়া দেখাদিলে ডাক্তার সজল দত্তকে দেখান কিন্তু আজ তার মাকে নিয়ে এসে ওই ডাক্তারকে পাচ্ছেনা সুত্রে জানা যায়, সজল দত্তকে এ্যাটাস্টম্যান্টে অন্যত্র পাঠানো হয়েছে এ নিয়ে ক্ষুব্ধ রোগীরা।বহির বিভাগে দৈনিক শতশত রোগি দেখতেন সজল দত্ত সেই স্থানটি শুন্যপরে আছে এই মোহামারিতে।এ বিষয়ে মেহেন্দিগঞ্জ পঃপঃকর্মকর্তা ডাক্তার রমিজ আহম্মেদ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।হাসপাতালে তার কক্ষেও পাওয়া যায়নি তাকে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107