আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে লকডাউন উপেক্ষা করায় জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৫:১১ অপরাহ্ণ বরিশালে লকডাউন উপেক্ষা করায় জরিমানা
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে লকডাউন উপেক্ষা করায় জরিমানা  স্বাস্থ্য বিধি নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দেখে গায়ের গেঞ্জি টেনে নাক-মুখ ঢাকা চেষ্টা করেছিলেন এক শ্রমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পড়ার দায়ে তাকে আর্থিক দ-ের মধ্যে ফেলতে উদ্যত হয়।  কিন্তু দিনমজুর ওই যুবকের কাছে ছিলো না টাকা। তাই তাকে জেলা প্রশাসনের একটি মাস্ক দিয়ে সতর্ক করে ছেড়ে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার সকাল ১১টার দিকে নগরীর বাজার রোডে এই ঘটনা ঘটে।  এভাবে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায়গত রবিবার সকাল থেকে দুপুর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জন ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা ও লাকী দাসের পৃথক ভ্রাম্যমাণ আদালত। এদিকে সরকারী নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায়নগরীর বিভিন্ন এলাকা থেকে ১১ জন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে মুচলেকা রেখে তাদের সকলকে ছেড়ে দেয়া হয় বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম।