আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Spread the love
মোঃ বিল্লাল হোসেন, ভোলা ॥
ভোলায় করোনা সংক্রামনরোধে লকডাউন বাস্তবায়নে ৫ম দিনে আরো ৪৬ জনের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও লকডাউন নির্দেশনা অমান্য করার দায়ে ৩৯ মামলায় ২২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ৫৭০ জনের জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে গত রবিবার (১৮ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। এছাড়াও জনসাধারনকে মাস্ক ব্যবহারে ও লকডাউনের নির্দেশনা মেনে চলতে সতর্ক করে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট। ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়কৃতদের মধ্যে ভোলা সদর ৯জনকে ১১০০ টাকা, দৌলতখান ৫ জনকে ৩৪০০ টাকা, বোরহানউদ্দিন ৯জনকে ৪৪০০ টাকা, তজুমদ্দিন ৮ জনকে ৩৭০০ টাকা ও চরফ্যাসন ১৫ জনকে ১০৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলায় মোট ৫টি মোবাইল কোর্টে ৩৯টি মামলায় ৪৬ জনকে ২২,৯০০ টাকা অর্থদন্ড প্রদান হয় বলে, ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে লকডাউনের চতুর্থ দিনেও মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পৃথক অভিযানে ৩৯ মামলায় ৪৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করার পাশাপাশি লকডাউন নির্দেশনা মেনে চলায় সতর্ক করা হয়।