আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৮, ২০২১ ২:৪২ অপরাহ্ণ বরগুনায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম
Spread the love

নিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানাবৃষ্টিপাতের কারণে শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় গত চারদিন ধরে বাজারে সবজির দাম বৃদ্ধি পেলেও বর্তমানে কমতে শুরু করেছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে বরগুনা পৌর কাচাবাজার ঘুরে পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহ চিত্র দেখা যায়।

সবজি বিক্রেতা কিরন বাংলানিউজকে বলেন, প্রতিদিন স্থানীয় সবজি বাজারে স্থান না পেলেও বরিশাল পটুয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের সবজি বরগুনায় পরিবহনে পর্যাপ্ত সরবরাহ লক্ষ্য করা গেছে। দূরবর্তী অঞ্চল থেকে সবজি আসা বিষয়টি নিশ্চিত করেছেন পাইকারি সবজি বিক্রেতারা।