আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে ডায়রিয়ার ভয়াবহ রূপ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ ঝালকাঠিতে ডায়রিয়ার ভয়াবহ রূপ
Spread the love
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চার উপজেলায় এ রোগে আক্রান্ত হয়েছে ৫ শতাধিক মানুষ। এর মধ্যে সদর হাসপাতাল, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৩২০ জন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য বিছানা না দিতে পেরে বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালগুলোতে আইভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত অসংখ্য মানুষকে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স। এপ্রিল মাসের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১৭শ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, করোনার মধ্যে তীব্র গরমে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে বিছানা না পেয়ে অসংখ্য মানুষ গাদাগাদি করে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। বিছানার অভাবে অনেকেই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। এদিকে হাসপাতালে আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্যালাইন সংকট মোকাবেলায় জনপ্রতিনিধি ও বিত্তশালীদের প্রতি আহবান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । এদিকে স্যালাইন সংকটের খবর শুনে ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ব্যাক্তিগতভাবে ঝালকাঠি ও নলছিটি হাসপাতালে দুই হাজার ব্যাগ আইভি স্যালাইন পাঠিয়েছেন । গতকাল সোমবার বিকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী স্যালাইন গ্রহণ করেন । এছাড়াও নলছিটি উপজেলা হাসপাতালে এক হাজার ব্যাগ স্যালাইন দিয়েছেন ব্যবসায়ী মাহফুজ খান ।