আজকের বার্তা
আজকের বার্তা

উজিরপুরের সাতলায় প্রধানমন্ত্রীর উপহার ২০টি আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ উজিরপুরের সাতলায় প্রধানমন্ত্রীর উপহার ২০টি আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন
Spread the love
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুরের সাতলায় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রদের মাঝে ২০টি আশ্রয়ন প্রকল্পে বসত ঘরের উদ্বোধন করা হয়েছে। ১৯ এপ্রিল গতকাল সোমবার দুপুর ১২টায় আশ্রয়ন প্রকল্পের উেেদ্বাধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল বাশার লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘর পরিদর্শন করেন এবং হতদরিদ্র ২০টি পরিবারের মধ্যে বসত ঘরের চাবি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ডিজিটাল  বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি হতদরিদ্র পরিবারের মাঝে ঘরসহ বিভিন্ন সাহায্যের হাত প্রসারিত করা হবে। ইতিমধ্যে জমি আছে ঘর নেই তাদেরকেও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ ছাড়াও জমিও নেই, ঘরও তাদেরকেও প্রধানমন্ত্রী ঘর উপহার দিয়েছেন। ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার লিটন বলেন, আমাদরে ইউনিয়নে এই প্রথম একত্রে ২০টি হতদরিদ্র পরিবারকে ঘর দেওয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তিনি। আরো বলেন, আমরাও সরকারের পাশাপাশি থেকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করব। এদিকে হতদরিদ্ররা ঘর পেয়ে আনন্দ উল্লাস করে বলেন, প্রধানমন্ত্রীর দয়ায় ঘর পেয়েছি। তাই পরিবারের সকল সদস্যদের নিয়ে একটু আশ্রয়ের ঠিকানা হয়েছে। তা না হলে আমাদেরকে রাস্তার পাশে তাবু টানিয়ে থাকতে হত। উনাকে দোয়া ছাড়া আর কিছুই দিতে পারলাম না আমরা।