আজকের বার্তা
আজকের বার্তা

বাকেরগঞ্জে মাছ-শামুক সংরক্ষন প্রকল্পের সভা অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০২, ২০২১ ১০:৪৫ পূর্বাহ্ণ বাকেরগঞ্জে মাছ-শামুক সংরক্ষন প্রকল্পের সভা অনুষ্ঠিত
Spread the love

বায়েজিদ বাপ্পি,বাকেরগঞ্জ প্রতিনিধি:

বাকেরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্খবছরে দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মৎস কর্মকর্তা রাকিব হাসানের সঞ্চালনায়

উপজেলা পরিষদ মিলনাতন সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মাধবী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন বরিশাল মৎস অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান,

বিশেষ অথিতি ছিলেন, প্রকল্পে পরিচালক মো. জিয়া হায়দার,জেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু জা ইজাজুল হক,পরিক্ষান ও মূল্যায়ন কর্মকর্তা আসলাম হোসেন শেখ,

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মো.আলাউদ্দিন মিলন,উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, কৃষি কর্মকর্তা মো.মুসা বিন সাঈদ,

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মল হোসাইন,উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মানিক হোসেন হাওলাদার, প্রভাষক বিপ্রব চন্দ্র মিত্র, প্রভাষক শহিদুল ইসলাম

রঙ্গশ্রী ইউপি চেযারম্যান মো. বশির উদ্দিন সিকদার, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ুম খান। এসময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও ইউনিয়ন ও পৌরসভার মৎস চাষীরা উপস্থিত ছিলেন। সভায় দেশী মৎস চাষ করার জন্য সকলকে উদ্বুদ্ধ করার জন্য মৎস চাষীদের আহবান করা হয়।