আজকের বার্তা
আজকের বার্তা

ভারতকে হারিয়ে শুভ সূচনা টাইগার যুবাদের


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ ভারতকে হারিয়ে শুভ সূচনা টাইগার যুবাদের
Spread the love

নিউজ ডেস্ক:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল জয় দিয়ে শুভ সূচনা করেছে ত্রিদেশীয় সিরিজ। কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে টাইগার যুবারা ভারতকে ২ উইকেটে হারিয়েছে।

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে অধিনায়ক স্পিনার রাকিবুল হাসানের নেতৃত্বে টস জিতে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ।
কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারত। তবে দলীয় ৪৭ রানে ব্রেকথ্রু আসার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ভারতের ব্যাটারদের আসা-যাওয়ায় থিতু হয়ে সেঞ্চুরি তুলে নেন হারনুর। তার দারুণ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৫ রান সংগ্রহ করে ভারত অনূর্ধ্ব ‘এ’ দল। টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাকিব।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মাহফিজুল ও ইফতেখার। উদ্বোধনী জুটিতে ৮৫ রান সংগ্রহের পর বিদায় নেন ইফতেখার। এরপর ব্যাট করতে নানা প্রান্তিকের সঙ্গেও বড় জুটি গড়েন মাহফিজুল। দলীয় ১৬৪ রানে আউট হন সাজঘরে ফিরেন প্রান্তিক। এরপর বিদায় নেন আইচ মোল্লাও। আইচের বিদায়ের পর ৯ রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার মাহফিজুল। ৯১ রানে আউট হন তিনি।

এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে টেনে তুলেন অধিনায়ক রাকিবুল ও মেহরব। রাকিবুলের সঙ্গ নিয়ে অপরাজিত ৩৩ বলে ৩৮ রান দলকে জয়ের বন্দরে পৌঁছান মেহরব।