আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে দোকান কর্মচারীদের মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ বরিশালে দোকান কর্মচারীদের মানববন্ধন
Spread the love

নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম বেতন ২০ হাজার টাকাসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন।

তাদের দাবি মধ্যে রয়েছে- দোকান কর্মচারীদের নিয়োগ পত্র, সার্ভিস বই, সপ্তাহে দেড় দিন ছুটি, চাল-ডালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ডিজেল-বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন বন্ধ।

শুক্রবার (২৬ নভেম্বর)সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন অ্যাডভোকেট এ কে আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের জাকির হোসেন, দর্জি শ্রমিক নেতা তুষার সেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, দোকান কর্মচারী নেতা আবুল বাশার আকন, দর্জি নেতা লিপিকা মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দোকান মালিকদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সকল দোকান কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে এসে সমাপ্ত হয়।