আজকের বার্তা
আজকের বার্তা

ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত, আওয়ামী লীগ নেতা গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ১২:২১ অপরাহ্ণ ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত, আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বার্তা ডেস্ক ॥
ঝিনাইদহ মতিয়ার রহমান নামে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খোন্দকার ফারুকুজ্জামান ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়। গ্রেফতার ফরিদ ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত খন্দকার আমিরুজ্জামানর ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা হাটগোপালপুর ক্যাম্পের ইনচার্জ সাব-ইনপেক্টর জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি খনন করছিলেন ফরিদ। সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ সরেজমিন পরিদর্শনে গিয়ে বাধা দেন স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। নিষেধ করা মাত্রই ক্ষিপ্ত হয়ে সরকারী কর্মকর্তার উপর হামলা করেন ফরিদ। প্রকাশ্যে একজন সরকারী কর্মকর্তাকে কিল-ঘুষি ও গলা টিপে ধরে হত্যার চষ্টা করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় গত শুক্রবার ঝিনাইদহ সদর থানায় বাদি হয়ে ৩২৩/৩০৭/৩৩২ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন হরিশংকরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। মামলার পর থেকে পলাতক ছিলেন গ্রেফতার হওয়া ফরিদ।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107