পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করলে শাস্তি! সমালোচনার ঝড়
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
বার্তা ডেস্ক ॥
সেনাবাহিনীর সমালোচনা নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে একটি আইন করতে যাচ্ছে দেশটি। ওই আইনের আওতায় দোষী সাব্যস্ত হলে ৫ লাখ রুপি জরিমানা অথবা দুই বছর পর্যন্ত কারাদ- হতে পারে। আইনের সমালোচকরা এটিকে দেশের ভিন্নমতকে চুপ করানোর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখছেন। এদিকে, ইমরান খান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই আইনের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করে বলেছেন, সমালোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা একেবারে হাস্যকর ধারণা। সম্মান অর্জন করতে হয়, জোর করে আদায় করা যায় না। ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে এ আইনের সমালোচনা করেছেন মানবাধিকার গোষ্ঠী এবং বিরোধী দলের নেতারা। কিছু বিশেষজ্ঞ মনে করেন, অর্থনৈতিক সংকটের কারণে বড় আকারের অসন্তোষের মুখে আছে পাকিস্তান সরকার। সে কারণে বিরোধী দলগুলোকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার এ আইন করতে যাচ্ছে। রাজনীতি বিশেষজ্ঞ এবং ‘মিলিটারি ইনকর্পোরেটেড: ইনসাইড পাকিস্তানের সামরিক অর্থনীতি’ এর লেখক আয়েশা সিদ্দিকা বলেছেন, সেনাবাহিনীর সমালোচনা অপরাধ হিসেবে গণ্য করা একটি অশুভ ব্যাপার।