আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ ৬:১৬ পূর্বাহ্ণ বরিশালে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী
Spread the love

স্টাফ রিপোর্টার ॥

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বুধবার সকালে ভাসানী অনুসারি পরিষদ ও জেলা গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভাসানী অনুসারি পরিষদের উদ্যোগে নগরীর ফজলুল হক এভিনিউ-এর বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারি পরিষদের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যক্ষ গোলাম রব্বানী, সদস্য সচিব অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস, অ্যাডভোকেট নজরুল ইসরাম নাহিদ, আবু জাফর মোহাম্মদ সালেহ হিরন, সৈয়দ মাসুম, অধ্যক্ষ হানিফ হোসেন প্রমুখ। অন্যদিকে, মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে অশ্বিনী কুমার হলের সামনে বুধবার সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

এছাড়া ওই সময় শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা, মওলানা ভাসানী পাঠাগার, ভাসানী পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশর ইউনাইটেড কমিউনিস্ট লীগসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।