আজকের বার্তা
আজকের বার্তা

ইরান থেকে তেল কেনা বন্ধ করতে আহ্বান


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ ২:২৮ অপরাহ্ণ ইরান থেকে তেল কেনা বন্ধ করতে আহ্বান
Spread the love

অনলাইন ডেস্ক:

ইরান থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমদানিকারক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে সপ্তম রাউন্ডের আলোচনা হতে যাচ্ছে তখন জো বাইডেন এই আহ্বান জানালেন।

খবর-পার্সটুডের।

এবারের আলোচনায় মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেবে ইরান।

শুক্রবার জো বাইডেন বলেন, বিশ্বব্যাপী তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে যেসব দেশ ইরান থেকে তেল কিনছে তারা তা বন্ধ করতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য বিশ্বের কাছে প্রতি ছয় মাস অন্তর আমেরিকাকে এই আশ্বাস দিতে হয় যে, তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং ইরান থেকে তেল না কিনলে কোনো সমস্যা হবে না।

বারাক ওবামার শাসনামলে ২০১২ সালে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। বিশ্বের বহু দেশ বাধ্য হয়ে এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে কিছুদিনের মধ্যেই তারা তেল সংকটে পড়ে। এ প্রেক্ষাপটে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, ইতালি এবং গ্রিসের মতো দেশ ইরান থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয় এবং মার্কিন সরকার এসব দেশকে তেল কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা ছাড় দেয়।