আজকের বার্তা
আজকের বার্তা

প্রকাশ্য মহড়ায় ইসরায়েল-আমেরিকার সঙ্গে মুসলিম দেশ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ ২:৫২ অপরাহ্ণ প্রকাশ্য মহড়ায় ইসরায়েল-আমেরিকার সঙ্গে মুসলিম দেশ
Spread the love

অনলাইন ডেস্ক:

ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই প্রথম আরব মুসলিম দেশ দুটি ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে প্রকাশ্যে সামরিক মহড়ায় যোগ দিল।

গতকাল বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার থেকে লোহিত সাগরে এ যৌথ মহড়া শুরু হয়েছে এবং পাঁচদিন তা চলবে। মহড়া অনুষ্ঠানের সময় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টল্যান্ডে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি পালিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ায় অংশ নেয়া দেশগুলোর নৌবাহিনীর সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা ও মুক্ত বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের বিষয়ে সহযোগিতা জোরদার করা মহড়ার অন্যতম লক্ষ্য।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই ধরনের সহায়তা জরুরি বলে উল্লেখ করেছে মার্কিন নৌবাহিনী।

তবে ইহুদিবাদী ইসরায়েলের নৌবাহিনী একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আমেরিকার তত্ত্বাবধানে এই ধরনের সামরিক সহযোগিতা শুরুর ফলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ানোর পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।

সূত্র: আল-জাজিরা