আজকের বার্তা
আজকের বার্তা

টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৯৩০১৫১ জন


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ণ টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৯৩০১৫১ জন
Spread the love
বার্তা ডেস্ক ॥
দেশে এ পর্যন্ত ৯ লক্ষাধিক মানুষ করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ১৫১। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৩৭ হাজার ৪৫৬ এবং নারী ২ লাখ ৯২ হাজার ৬৯৫ জন। এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন। এর মধ্যে ৩৫ লাখ ২৫ হাজার ৯৮৯ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৬২ হাজার ৮৯৬। এ ছাড়া গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেন বলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭০ হাজার ৯৫৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৩৫ হাজার ২৩৫ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৬১ হাজার ৭২ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৮ লাখ ৯৪ হাজার ৫১৮ জন। ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৩১০ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮২ হাজার ৯৯১ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭ হাজার ২৭ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫০ হাজার ৮৩৬ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৮ হাজার ৮০৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫১ হাজার ৪৭৫ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯২ হাজার ৮১ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৪ হাজার ২০৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ চার হাজার ৯৫৪ জন, প্রথম ডোজ ৭ লাখ ১৬ হাজার ৫০২ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬১৮ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৪ হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩ হাজার ৩৯৮ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৫ হাজার ২০০ জন।