আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে কাভার্ডভ্যান ভর্তি প্রায় ৭ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চালক ও চালকের সহকারীকে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের অর্থদ- দেন বিচারক। দ-প্রাপ্তরা হলেন- চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিন। বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, শনিবার মধ্যরাতে নগরীর সাগরদী এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ভর্তি একটি কাভার্ড ভ্যানসহ চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিনকে আটক করা হয়। গতকাল রোববার দুপুর ২টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী হাকিম মুশফিকুর রহমান। পুলিশের হেফাজতে রাখা কাভার্ডভ্যানটি পলিথিন নিয়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাচ্ছিল।