আজকের বার্তা
আজকের বার্তা

বর্বরতা না থামালে ইসরায়েলের অনুদান বন্ধ করুন: মার্কিন কংগ্রেসওম্যান


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ বর্বরতা না থামালে ইসরায়েলের অনুদান বন্ধ করুন: মার্কিন কংগ্রেসওম্যান
বার্তা ডেস্ক ॥
মার্কিন কংগ্রেসওম্যান বেটি ম্যাককুলাম ফিলিস্তিনিদের ওপর বর্বরতা না থামালে ইসরাইলের অনুদান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের এ নেত্রী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরব। পশ্চিমতীরে ফিলিস্তিনি শিশুদের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে মার্কিন পার্লামেন্টে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে বিল উত্থাপনেরও ঘোষণা দিয়েছেন ম্যাককুলাম। ডেমোক্র্যাট দলের এ নেত্রী বলেন, সময় এসেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে কথা বলার, তাদের রুখে দাঁড়াবার। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইসরায়েকে দেওয়া মার্কিন অনুদান বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন। তিনি বলেন, মার্কিন জনগণের টেক্সের টাকা দিয়ে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে দিতে পারি না ইসরায়েলকে। তাই তাদের অনুদান দেওয়ার আগে শর্তারোপ করতে হবেÍ ভবিষ্যতে যাতে কখনও মানবাধিকার লঙ্ঘন না করে।
সূত্র: আরব নিউজ

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107