আজকের বার্তা
আজকের বার্তা

রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো চেক প্রজাতন্ত্র


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো চেক প্রজাতন্ত্র
Spread the love
বার্তা ডেস্ক ॥
২০১৪ সালে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগে ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে চেক প্রজাতন্ত্র। দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামেচেক জানিয়েছেন বহিষ্কৃত কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হতে পারে। চেক প্রজাতন্ত্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মস্কোতে থাকা এমবাসি বন্ধ করে দিতে পারে রাশিয়া আশঙ্কা কূটনীতিকদের। চেক প্রজাতন্ত্রের এমন পদক্ষেপে সমর্থন জানিয়ে পাশে থাকার কথা জানিয়েছে রাজধানী প্রাগের মার্কিন দূতাবাস। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিস এক টেলিভিশন বার্তায় ভেরবেটিস অঞ্চলের ডিপোতে মজুদ থাকা গোলাবারুদের বিস্ফোরণে রাশিয়ার জড়িত থাকার ইঙ্গিত দেন।