আজকের বার্তা
আজকের বার্তা

করোনার তীব্রতা বাড়ায় দ্রুত মৃত্যু হচ্ছে: আইইডিসিআর


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ করোনার তীব্রতা বাড়ায় দ্রুত মৃত্যু হচ্ছে: আইইডিসিআর
Spread the love
বার্তা ডেস্ক ॥
এবার কোভিড-১৯ এর তীব্রতা বাড়ায় রোগীরা দ্রুত মারা যাচ্ছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। শনিবার রাতে এক বুলেটিনে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, ২৮ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার ছিল ৪৪ শতাংশ। যারা মারা গেছেন তাদের ৫২ শতাংশই উপসর্গ শুরুর ৫ দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা আক্রান্তদের ৪৮ শতাংশই হাসপাতালে ভর্তির ৫ দিনের মধ্যে মারা গেছেন। আর হাসপাতালে ভর্তির ৫ থেকে ১০ দিনের মারা গেছেন ১৬ শতাংশ রোগী। এ ছাড়া এবার গত বছরের তুলনায় নারীদের মৃত্যুহার বেড়েছে। সেইসঙ্গে বাড়ছে মানসিক সমস্যা। এতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারিতে গেল মার্চে মৃতের সংখ্যা ছিল ৬৩৮, যা এপ্রিলের প্রথম ১৫ দিনে এসে বেড়ে দাঁড়িয়েছে ৯৪১–এ। মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩২ দশমিক ২ শতাংশ।