আজকের বার্তা
আজকের বার্তা

বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, বজ্রবৃষ্টির আভাস 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ণ বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, বজ্রবৃষ্টির আভাস 
Spread the love

বার্তা ডেস্ক ।।

দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শনিবার (১৭ এপ্রিল) রাজশাহীতে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও ২৪ ঘণ্টার পূর্বাভাসে আজ রবিবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ‘রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

সারাদেশে আজ রবিবারের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।