আজকের বার্তা
আজকের বার্তা

বাধাঁ পেয়ে রাস্তায় মানবতার বাজার


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৯, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ বাধাঁ পেয়ে রাস্তায় মানবতার বাজার
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে এই বৈশ্বিক মহামারী কোভিড করোনাকালে বরিশাল জেলা বাসদের পক্ষ থেকে অসহায়, দুস্থ, অস্বচ্ছল ও সাধারন মানুষের জন্য আয়োজন করে মানবতার বাজার। কিন্তু একটি অশুভ ইঙ্গিতে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের মাঠ ব্যবহার করতে অস্বিকৃর্তি জানানোর কারণে বাজার সরিয়ে এখন রাস্তায় অবস্থান নিয়েছে। এ নিয়ে গত শনিবার বাসদ কার্যলয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী জানান, যেখানে কলেজ কর্তৃপক্ষ আনন্দের সাথে আমাদেরকে অসহায় মানুষের সেবা করার জন্য মাঠ ব্যবহার করার অনুমতি দেয়ার দুইদিনের মূাথায় তারাই আবার মাঠ ব্যবহার করার জন্য অপারগতা প্রকাশ করেন। একই সাথে তাদের ওখান থেকে মানবতার বাজার সরিয়ে নেওয়ার কথা বলেন। একটি রাজনৈতিক দলের চাপের মুখে পড়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ। যার কারণে আজ নগরীর অশ্বিনী কুমার হলোর সামনে ও আমতলার মোড়ে ৪শ মানুষকে মানবতার বাজার থেকে সেবা দেয়া হয়েছে।