আজকের বার্তা
আজকের বার্তা

সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৯, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না
Spread the love

বার্তা ডেস্ক ॥
সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ রবিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতে এমন কথা জানানো হয়। এর আগে, সকালে আইন সচিব গোলাম সারওয়ার জানান, আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতের কপি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এরপর সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।