আজকের বার্তা
আজকের বার্তা

জার্মানিতে মসজিদে চলছে টিকাদান কর্মসূচি


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৯, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ জার্মানিতে মসজিদে চলছে টিকাদান কর্মসূচি
Spread the love

বার্তা ডেস্ক ॥
জার্মানির কোলন শহরের কেন্দ্রীয় মসজিদটিকে গতকাল শনিবার থেকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।মসজিদটিতে গণহারে প্রয়োগের উদ্দেশ্যে মাত্র দুই হাজার ডোজ টিকা বরাদ্দ থাকায় মুসলমানসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে ‘ফাস্ট ইন ফাস্ট সার্ভিস’ ভিত্তিতে। সম্প্রতি নগর কর্তৃপক্ষ মসজিদটিকে টিকাদান কেন্দ্র করে হিসেবে ঘোষণা করে। এরপর থেকে মসজিদের বাইরে লম্বা লাইনে পুরুষদের পাশাপাশি একে একে ভেতরে প্রবেশ করছেন নানা বয়সী নারীরাও। এক জার্মান নাগরিক জানান, ‘কোথায় বসে টিকা নিচ্ছি এটি আমার কাছে মুখ্য নয়, টিকা নিতে পারলেই আমি খুশি।’ ‘আমি এখানে ভ্যাকসিন নিতে এসেছি। এখানে যারা নামাজ পড়তে আসেন তাদের এ নিয়ে কোনো সমস্যা না থাকলে আমার কেন এখানে আসতে সমস্যা হবে’ ,বলেন আরেক জার্মান নাগরিক। করোনা মহামারি নিয়ন্ত্রণে জাতির বৃহত্তর স্বার্থে পবিত্র এই স্থানটি ব্যবহারের অনুমতি দিয়েছে মসজিদ কর্তৃপক্ষই। তাই ফুরিয়ে যাওয়ার আগেই যত দ্রুত সম্ভব টিকার আওতায় আসতে শহরের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কোলন সেন্টাল মসজিদ কমিটির নেতারা। সেন্টাল মসজিদ কমিটির এক নেতা জানান, ‘রমজান মাসে সাধারণত রোজাদাররা সেহরি করে একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। তাই তারা এখানে আসার আগেই লাইন দীর্ঘ হয়ে গেছে। এজন্য মুসলিম ভাইবোনদের বলবো, আপানার একটু কষ্ট হলেও, সকাল সকাল এখানে আসুন, টিকা নিন।’