আজকের বার্তা
আজকের বার্তা

নির্বাচনে জয় পেয়েই ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার বার্তা স্কটল্যান্ডের


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৯, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ নির্বাচনে জয় পেয়েই ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার বার্তা স্কটল্যান্ডের
Spread the love

বার্তা ডেস্ক ॥
স্কটল্যান্ডের সংসদীয় নির্বাচনে চতুর্থবারের মতো জয় পেয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। জয়ের পর দলটির নেতা নিকোলা স্টারজন বলেছেন, এখন করোনাভাইরাস সঙ্কট মোকাবেলার ওপর গুরুত্ব দেবেন তারা। তবে করোনা মহামারী কেটে গেলে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন স্টকল্যান্ডের ফার্স্ট মিনিস্টার। নির্বাচনে ৬৪ আসনে জয় পেয়েছে নিকোলার স্কটিশ ন্যাশনাল পার্টি। তবে ব্রিটেন থেকে আলাদা হয়ে যাওয়ার প্রশ্নে গণভোটের বিষয়টিকে নিরুৎসাহিত করেছেন বরিস জনসন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক চিঠিতে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েলসের সরকারকে করোনা রিকভারি সামিটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র : গার্ডিয়ান