আজকের বার্তা
আজকের বার্তা

জীববৈচিত্র রক্ষায় কুয়াকাটায় লাল কাঁকড়া কচ্ছপের অভয়াশ্রম


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৮, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ জীববৈচিত্র রক্ষায় কুয়াকাটায় লাল কাঁকড়া কচ্ছপের অভয়াশ্রম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥
জীববৈচিত্র রক্ষায় কুয়াকাটা সৈকতে লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিস এর আওতায় ইকোফিস ২ প্রকল্পের অর্থায়নে কুয়াকাটা সমুদ্র সৈকতের পূবদিকে চর গঙ্গামতি এলাকায় আধা কিলোমিটার এলাকা ও পশ্চিম পাশে তিন নদীর মোহনায় আধা কিলোমিটার এলাকা রেড জোন করে অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এর বাস্তবায়ন করেছেন কলাপাড়া উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)। কুয়াকাটা সৈকত এলাকায় লাল কাকড়ার বংশবৃদ্ধিসহ কচ্ছপের ডিম পারা নিশ্চিত করে পরিবেশের ভারসম্য রক্ষায় এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান আঃ জলিল আকন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন রেজা, ইকোফিস ২ পটুয়াখালী জেলা সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, টোয়াক ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা, ডিরেক্টর অর্গানাইজ আবুল হোসেন রাজু, ডিরেক্টর পিআর কে এম বাচ্চু প্রমূখ। টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, লকডাউন চলার কারনে সীবীচের দুই পাশে অসংখ্য লাল কাকড়ার বিচরণ দেখা যায়। অভয়াশ্রম হওয়ায় এর বংশ বৃদ্ধি পাবে, পাশাপাশি পর্যটকদের জন্য এটি প্রকৃতির কাছ থেকে দেখার সুযোগ পাবে। ইকোফিস সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, জীববৈচিত্র রক্ষার অংশ হিসেবে আমরা লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম করার উদ্যোগ নিয়েছি। লাল কাকড়া মাটির গুনগত মান বৃদ্ধি করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের প্রতি যতœবান হওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107