রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রওশান মৃধার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের ব্যানারে ছোটবাইশদিয়া ইউনিয়নের বঙ্গবাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে শ্রমিকলীগ নেতা রওশান মৃধার ওপর ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নানের সন্ত্রাসী বাহীনি অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার দুই দিন অতিক্রম হলেও আসামীরা এখনো গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছেন। অবিলম্বে আসামীদের গ্রেফতার দাবী করা হয়। বক্তরা আরো বলেন, গত বুধবার ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান যুবরাজের মোবাইল ফোনে কল দিয়ে ছোটবাইশদিয়া ইউপি চেয়য়ারম্যান হাজী আব্দুল মান্নান প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায়ও রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। কিন্তু ওই চেয়ারম্যানকে বিচাররের আওতায় আনা হচ্ছেনা। এ কারণে তার বেপরোয়াতা বেড়ে গেছে। একেরপর এক হামলা-হুমকি দিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে এখন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ অতিষ্ট হয়েগেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর আহম্মেদ বাচ্চু, আওয়ামীলীগ নেতা হানিফ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রওশান মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলে আকবর লিটন, সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান যুবরাজ প্রমুখ।