কলাপাড়ায় কালবৈশাখীর হানা ॥ গাছপালা ঘরবাড়ির আংশিক ক্ষতি ॥ দীর্ঘ খরার পরে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ 
নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥
গতকাল শনিবার সকাল আট টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় কালবৈশাখী ঝড় হানা দিয়েছে। কয়েকটি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। কিছু গাছপালা বিধ্বস্ত হয়ে বিদ্যুত লাইনের ক্ষতিসাধন হয়েছে। কাউয়ার চরের বাসিন্দা ক্বারী মোঃ সোহেলের একটি ঘরের ওপর গাছ পড়ে ভেঙ্গে গেছে। এভাবে আরও ৫-৭টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। চাপলী বাজারের কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়। প্রায় পাঁচ মিনিট ব্যাপী বৈশাখী ঝড়ের সঙ্গে প্রায় আধাঘন্টা বৃষ্টি হয়েছে। ঝড়ের ক্ষতির চেয়ে দীর্ঘ খরার পরে বৃষ্টিতে কৃষকরা প্রচন্ড খুশি। জনজীবনে বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে।