আজকের বার্তা
আজকের বার্তা

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ১০ মে’র মধ্যে পরিশোধের দাবি জিএসকেওপির


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৮, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ১০ মে’র মধ্যে পরিশোধের দাবি জিএসকেওপির
Spread the love

বার্তা ডেস্ক ॥
পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস ১০ মে’র মধ্যে পরিশোধের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (জিএসকেওপি) নেতারা। শুক্রবার জিএসকেওপি’র যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াহেদ ও কামরুল আহসান এক বিবৃতিতে অভিযোগ করেন, ঈদের যেখানে মাত্র পাঁচ-ছয় দিন বাকি, সেখানে এখনও ৩০ শতাংশ কারখানা তাদের ঈদ বোনাস দেয়নি এবং ৭৫ শতাংশেরও বেশি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি। তাঁরা আগামী ১০ মের (সোমবার) মধ্যে এপ্রিল মাসের মূল বেতনসহ ঈদ বোনাস পরিশোধের দাবি জানান। শ্রমিক নেতারা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর কারখানাগুলোতে শ্রমিকদের জন্য কমপক্ষে সাত দিনের বিকল্প ছুটি দেওয়ারও দাবি জানান।