আজকের বার্তা
আজকের বার্তা

ভারতে আগ্নেয়গিরির মতো রূপ নিয়েছে করোনাভাইরাস: জাতিসংঘ


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৮, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ ভারতে আগ্নেয়গিরির মতো রূপ নিয়েছে করোনাভাইরাস: জাতিসংঘ
Spread the love

বার্তা ডেস্ক ॥
প্রাণঘাতী করোনাভাইরাসের তা-বে মহাবিপর্যয় নেমে এসেছে ভারতে। এই ভাইরাসের প্রকোপে অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) দেশটিতে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২০০ মানুষ। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে চার লক্ষাধিক। নানা পদক্ষেপ গ্রহণ করেও দেশটিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা মহামারী। দেশটিতে করোনার এ ভয়াবহতাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। জীবনের জয়গান এখানে নিস্তব্ধ, রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্র কিংবা অন্য যেকোনো রাজ্য- সব জায়গা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু ও শনাক্ত প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে এর লাগাম কোথায় জানা নেই কারও। যদিও মহামারী রুখতে মাহারাষ্ট্রসহ অন্য রাজ্যগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টিকাদান কর্মসূচির গতিও। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে অনেক দেরিতে পদক্ষেপ নিয়েছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। ভারতের করোনার লাগামহীন অবস্থাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে ইউনিসেফ। একইসঙ্গে মাহমারী নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশপাশি সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে সংস্থাটি। ভারতে ইউনিসেফের প্রতিনিধি ইয়াসমিন হক বলেন, ইউনিসেফ ভারতের প্রতিদিনকার করোনর বিস্তার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। প্রথম ঢেউয়ের চেয়েও করোনা এখন অধিক গতিতে ছড়াচ্ছে। গড়ে প্রতি সেকেন্ডে চার জন নতুন করে আক্রান্ত হচ্ছেন। আর প্রতি মিনিটে মারা যাচ্ছেন দু’জনের বেশি।