আজকের বার্তা
আজকের বার্তা

বাকেরগঞ্জে চলছে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৭, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ বাকেরগঞ্জে চলছে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব
Spread the love

বায়েজিদ বাপ্পি, বাকেরগঞ্জ প্রতিনিধি ॥
বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে বালু দস্যুদের দৌরত্ব ও অবৈধ বালু উত্তোলন থেকে নেই। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন নদীতে ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব। নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী এলাকায় ভাঙ্গন ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হলেও প্রভাবশালী মহলের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। দীর্ঘদিন হলো বালু উত্তোলন করা হলেও প্রশাসনের সেদিকে যেন কোন নজর নেই। স্থানীয়রা জানান, দীর্ঘদিন হলো নদী থেকে তোলা হচ্ছে এই বালু। বালু দস্যুরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন নদী ও খাল থেকে বালু উত্তোলন করে চলছে। এমনকি নদীতে নৌকার উপর ড্রেজার মেশিন বসিয়ে তীরে কয়েকশ ফুট পাইপ লাগিয়ে ফেলা হচ্ছে বালু। অবৈধভাবে তোলা এসব বালু দিয়ে ভরাট হচ্ছে খাল ও বসতবাড়ির গর্ত। এমনকি প্রতিদিন বালুর স্তুপ থেকে ট্রাক ভর্তি করে বালু বিক্রি করা হচ্ছে বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকায়। উল্লেখ্য, বাকেরগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে বালু উত্তোলোন ও বালু মহালের আদিপত্যকে কেন্দ্র করে প্রভাবশালী বালু দস্যুদের সন্ত্রাসী বাহিনীর হাতে ইত্বমধ্যই একাধিক হামলা সংগঠিত হয়েছে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের করা নজরদারিসহ অপরাধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরাসহ সচেতন নাগরিক।