আজকের বার্তা
আজকের বার্তা

একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য আর নেই


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৭, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য আর নেই
Spread the love

বার্তা ডেস্ক ॥
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার অনুপ ভট্টাচার্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অনুপ ভট্টাচার্যের মেয়ে জামাই নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, অনুপ ভট্টাচার্য ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় হঠাৎ করেই নিস্তেজ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনুপ ভট্টাচার্যের জন্ম ১৯৪৫ সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘নোঙর তোলো তোলো’সহ অনেক সমবেত গানে কণ্ঠ দেন তিনি। বহু জনপ্রিয় গানের সুরকার অনুপ ভট্টাচার্য। মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখিরে’, রফিকুল আলমের কণ্ঠে ‘বৈশাখী মেঘের কাছে’সহ এমন অসংখ্য গানের সুরস্রষ্টাও ছিলেন তিনি। দারুণ গাইতেন রবীন্দ্রসংগীত। এই কণ্ঠযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ, বাংলাদেশ।