আজকের বার্তা
আজকের বার্তা

ভারতের মতো ভয়াবহ হতে চলেছে নেপালের করোনা পরিস্থিতি!


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৭, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ ভারতের মতো ভয়াবহ হতে চলেছে নেপালের করোনা পরিস্থিতি!

বার্তা ডেস্ক ॥
ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে নেপালের করোনা পরিস্থিতি। দেশটিতে ক্রমেই আশঙ্কাজনকভাবে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভারতের মতই ভয়াবহ রূপ নিতে হতে পারে নেপালেও। এমন আশঙ্কা করছেন চিকিৎসকরা। এরই মধ্যে দেশটির হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ভয়ের মূল কারণ। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী অন্য দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, নেপালে প্রতিদিন ১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ভারতেও সংক্রমণের হার দুই সপ্তাহ আগে এমন ছিল। সরকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) জানায়, গত সপ্তাহান্তে যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে তার ৪৪ শতাংশই পজিটিভ এসেছে। নেপালের রেডক্রসের চেয়ারপারসন ড. নেত্রা প্রসাদ তিমসিনা এক বিবৃতিতে বলেন, যদি যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তবে ভারতের পরিস্থিতি এখন যেমন ভয়াবহ নেপালের পরিস্থিতিও তেমন হতে পারে। নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. সামির আধিকারী বলেন, পরস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে। ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যে চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এক মাস আগেও নেপালে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০০। এখন তা ৮ হাজার ৬০০ পেরিয়েছে। পরিস্থিতি এমন হওয়ার জন্য অনেকেই ভারতের সঙ্গে দেশটির অবাধ, খোলা সীমান্ত থাকাকে দায়ী করেছেন। এ পর্যন্ত করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৯ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107