আজকের বার্তা
আজকের বার্তা

গৌরনদীতে অর্ধডজন মামলার আসামি বেদে সর্দার স্বপন হাওলাদার ইয়াবাসহ গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ গৌরনদীতে অর্ধডজন মামলার আসামি বেদে সর্দার স্বপন হাওলাদার ইয়াবাসহ গ্রেফতার
Spread the love

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদী মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদক বিক্রি ও প্রতারনার অভিযোগের অর্ধ ডজন মামলার আসামি টরকীর চর বেদে পল্লীর সরদার স্বপন হাওলাদার (৫০)কে থানা পুলিশ ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার রাতে টরকীর চর এলাকার জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময়দুই ভাগে বিভক্ত হওয়া টরকীর চর বেদে পল্লীর একাংশের সর্দার ইয়াবা স¤্রাট স্বপন হাওলাদার দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তখন পিছু ধাওয়া করে তাকে আটক করে। এর পর তার দেহ তল্লাশী করে পুলিশ ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার বাদি হয়ে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক বিক্রেতা বেদে সর্দার স্বপন হাওলাদারকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেফতারকৃত বেদে সর্দার স্বপন হাওলাদারের বিরুদ্ধে গৌরনদী, ভোলার চরফ্যাশন থানাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা বিচারাধীন রয়েছে।