রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুবলীগ নেতাকে মোবাইল ফোনে হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। গত বুধবার বিকেলে ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান জুবরাজ বাদী হয়ে ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল মান্নানের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরী করেন। একদিকে যুবলীগ নেতাকে হুমকীর ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী যুবলীগ নেতা জুবরাজ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর আহম্মেদ বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা হানিফ মিয়া, ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলে আকবর লিটু, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রওশান মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী, উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। লিখিত অভিযোগে বলাহয়, গত ৫ মে সকাল ১১.৪৮ মিনিটে ছোটবাইশদিয়া ইউপি চেয়াম্যান হাজী আব্দুল মান্নানের ব্যবহৃত মোবাইল ফোন থেকে জুবরাজকে ফোন দেয়া হয়। ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধরের হুমকি দেয় ইউপি চেয়ারম্যান। এর আগেও ওই চেয়ারম্যানের পক্ষথেকে আমাকে কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। এছাড়াও চেয়ারম্যানের লোকজন আমাকে মারার জন্য লাঠিশোঠা নিয়ে ঘুরে বেরাচ্ছেন। একারণে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সাধারণ ডায়েরীকে তদন্তকরে অনতিবিলম্বে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। এব্যাপারে ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান জানান, ‘সামনে আমার নির্বাচন। এনিয়ে জুবরাজ আমার বিরুদ্ধে জনসম্মুখে মিথ্যাচার করে যাচ্ছেন। এজন্য আমি তাকে ফোন দিয়ে এসব কথা বলতে বারণ করেছি। আমি তাকে মারধরের কথা বলে হুমকি দেইনি।’