আজকের বার্তা
আজকের বার্তা

চরফ্যাশনে বিকাশ ব্যবসায়ীর ॥ আড়াইলাখ টাকা লুট 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ চরফ্যাশনে বিকাশ ব্যবসায়ীর ॥ আড়াইলাখ টাকা লুট 
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি ॥
চরফ্যাশন পৌর সভা ৫নং ওয়ার্ড বিআরডিবি রাসেল টেলিকম নামক বিকাশ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও ৮টি মোবাইল লুট-পাট করার অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী রাসেল ফরাজীকে আহত অবস্থা চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টায় শরীফপাড়ার বিআরডিবি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাড়ীর দরজায় গেলে ইউসুফ(৪০), শাহ পরান(২৪) ও আবুল হোসেন এর নেতৃত্বে ৭/৮জন একত্রিত হয়ে এলোপারি ভাবে হামলা চালায়। এতে সাথে থাকা নগদ টাকা ও ৮টি বিকাশ সংযুক্ত মোবাইল নিয়ে যায়। প্রায় আড়াই লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন। এই ব্যপারে শশীভূষণ থানায় একটি অভিযোগ দাখিল করেন। আহত রাসেল ফরাজী বলেন, আমাদের সাথে তাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধকে কেন্দ্র করে আমার উপর এই হামলা চালায়। আমি সঠিক বিচার দাবী করছি।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107