আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ বরিশালে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবক আল-আমিনকে (৩৫) এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় গত বুধবার বিকেলে সদর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম নিশাত তামান্না এ দ- দেন। বিষয়টি নিশ্চিত করে গত বুধবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, সাহেবের হাট এলাকার বাসিন্দা আল-আমীন নামের ওই যুবক একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে বেশকিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ভুক্তভোগী নারী বিভিন্ন স্থানে অভিযোগ দিলেও কোনো প্রতিকার না পেয়ে বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবককে একমাসের কারাদ- দেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম নিশাত।