আজকের বার্তা
আজকের বার্তা

টেকনাফে ১৫ লাখ টাকার আইসসহ রোহিঙ্গা মাদককারবারি আটক


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ টেকনাফে ১৫ লাখ টাকার আইসসহ রোহিঙ্গা মাদককারবারি আটক
Spread the love

বার্তা ডেস্ক ॥
কক্সবাজারের টেকনাফের থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে এক রোহিঙ্গা মাদককারবারিকে ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদ নামের এক রোহিঙ্গা মাদক কারবারির হেফাজতে থাকা ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ আটক করতে সক্ষম হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আটক রোহিঙ্গা মাদককারবারি হলেন- উপজেলার হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত সোনা আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫) । আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।