Agaminews
Agaminews Banner

১০ মিনিটে ডিএসইসিতে ১২৫ কোটি টাকার লেনদেন


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ ১০ মিনিটে ডিএসইসিতে ১২৫ কোটি টাকার লেনদেন

বার্তা ডেস্ক ॥
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। লেনদেনের প্রথম ১০ মিনিটে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। পাশাপাশি মাত্র ১০ মিনিটের লেনদেনেই ডিএসইতে ১২৫ কোটি টাকার ওপরে লেনদেন হয়ে গেছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। ফলে প্রথম মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে যায়। সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ছে।