আজকের বার্তা
আজকের বার্তা

আরও ১০ হাজার কিলোমিটার নদী খনন করা হবে : প্রধানমন্ত্রী


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ আরও ১০ হাজার কিলোমিটার নদী খনন করা হবে : প্রধানমন্ত্রী
Spread the love

বার্তা ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৫ সাল নাগাদ আরও ১০ হাজার কিলোমিটার নদী খনন করা হবে। নৌপথকে কার্যকর করতে চায় সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৌপথে চলাচলকারী প্রতিটি যানবাহনের রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া নৌযানের ব্যবসা যারা করেন তাদের যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে ব্যবসা করতে হবে। করোনা মহামারির এই সময়ে সকলকে ধৈর্য ধরারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, একান্ত প্রয়োজন ছাড়া মহামারির সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত না করা যাবে না।