আজকের বার্তা
আজকের বার্তা

প্রধানমন্ত্রী কর্তৃক করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্থ শিল্পউদ্যোক্তাদের মাঝে প্রনোদনা ঋণ বিতরন


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৫, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ প্রধানমন্ত্রী কর্তৃক করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্থ শিল্পউদ্যোক্তাদের মাঝে প্রনোদনা ঋণ বিতরন
Spread the love

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥
গতকাল দুপুরে বরিশাল জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য প্রনোদনা প্যাকেজের আওতায় বিসিক শিল্পদোক্তাদের মাঝে প্রনোদনা ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইদুর রহমান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বিসিক বরিশাল এর মহাব্যবস্থাপক মোঃ জলিস মাহমুদ। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদোক্তদের জন্য প্রনোদনা প্যাকেজের আওতায় ২৮ জন বিসিক শিল্প উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ২০ লক্ষ টাকা প্রনোদনা ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন ১ লাখ টাকা ঋণ প্রদান করেন। এছাড়া একই স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ এবং অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অফিসের উপ পরিচালক মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। ৬০ জনের মাঝে ৩ লক্ষ ২৬ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।