মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ॥
মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে মিম আক্তার (১০) নামের এক তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার(৫ মে) সকাল ১১টায় পশ্চিম সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দক্ষিণ-পশ্চিম সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও পশ্চিম সুবিদখালী গ্রামের মো: জব্বার খলিফার মেয়ে। পারিবারিক সূত্র জানায়, বাড়িসংলগ্ন একটি গাব গাছে উঠে। গাছ থেকে পা ফসকে নিচে পানি ভর্তি গর্তের ভেতরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি বলেন, অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।